বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকইউক্রেনে রুশ ‘আগ্রাসন’ এখনই বন্ধ করতে হবে: পাকিস্তান সেনাপ্রধান

ইউক্রেনে রুশ ‘আগ্রাসন’ এখনই বন্ধ করতে হবে: পাকিস্তান সেনাপ্রধান

বাংলাদেশ ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাশিয়াকে ইউক্রেন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। তিনি একে ‘মারাত্মক শোকাবহ’ ঘটনা বলে মন্তব্য করেন।

রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা সংলাপে বক্তৃতা করতে গিয়ে জেনারেল বাজওয়া রাশিয়া-ইউক্রেন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রাশিয়ার বৈধ উদ্বেগ সত্ত্বেও ছোট একটি দেশের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনকে ক্ষমা করা যায় না। পাকিস্তান বার বার যুদ্ধবিরতির কথা বলেছে। আমরা দ্রুত সংলাপ চাই এবং চলমান সংঘাতের টেকসই সমাধান আশা করছি।’

জেনারেল বাজওয়া বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অর্ধেক এলাকা ধ্বংস করা হয়েছে। তারপরও ইউক্রেন ছোট ছোট দেশকে বড় দেশের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র আধুনিকায়ন করে আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার আশা দিয়েছে।

বক্তৃতার এক পর্যায়ে জেনারেল বাজওয়া বলেন, আমেরিকার সাথে পাকিস্তানের চমৎকার প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তবে দীর্ঘদিন ধরে রাশিয়ার সাথে নানা কারণে সম্পর্ক শীতল ছিল। এ নিয়ে সাম্প্রতিক সময়ে কতকগুলো ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনীর বিমানে করে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়ানো হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

সূত্র : পার্সটুডে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments