শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীর রূপপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরদীর রূপপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুত প্রকল্প ঘিরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। চালিয়েছে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১টা থেকে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ অভিযানে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস জানান, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআইভূক্ত রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের সম্মুখভাগের খালি জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করে দোকান ও অন্যান্য স্থাপনা পরিচালনা করে আসছিলেন। এতে প্রকল্পের নিরাপত্তা বিঘ্নিতের পাশাপাশি কর্মরত বিদেশী নাগরিক ও শ্রমিকদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। এরআগে কয়েকদফা স্থাপনা সরানোর জন্য বলা হলেও তা কার্যকর না করায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ হলো।

এসময় সহকারী কমিশনার (ভূমি ) টি এম রাহসিন কবীরসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments