শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে এমপি রতন

তাহিরপুরে ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে এমপি রতন

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বাঘমারাগুপের ঝুকিপূর্ণ বাঁধ পরিদর্শনে,সুনামগঞ্জ -১আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

আজ (০৯এপ্রিল)শনিবার দুপুরে উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বাঘমারাগুপের ধসে পড়া ঝুকিপূর্ণ বাঁধটি সরেজমিন পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন,তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাষার,উপজেলা ছাত্র লীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, যুবলীগ নেতা আব্দুল কাদির সুজন,

জানাযায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন বাঘমারাগুপের ফসলরক্ষা বাঁধটি চরম ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ ভেঙ্গে হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় গত চার-পাঁচ দিন পূর্বে টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন ২৩ ও ২৫ নং পি,আই,সি’র দুটি বাঁধের একাধিক স্থানে ফাটল ধরে ধসে পড়ে যায়।এতে হুমকিতে রয়েছে ১০-১২টি গ্রামের কৃষকের একমাত্র বোর ফসল।
অন্যদিকে ধসে যাওয়া বাঁধটি মেরামত করার জন্য স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট পি,আই,সি এবং শ্রমিকসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে রাতদিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments