বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লা জেলার দেবিদ্বারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইনউদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা গেছে, দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন পুকুরে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মারজানা আক্তার জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে দুই শিশুর লাশ পরিবারের সদস্যরা নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ছাত্রীদের মাথা ঢেকে স্কুলে আসতে বলায় সেই স্কুলের স্বীকৃতি বাতিল করল রাজ্য সরকার
Previous articleবাউফলে যুবলীগ নেতার মধ্যস্থতায় বাল্যবিয়ে !
Next articleকুষ্টিয়ায় প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকার আমৃত্যু কারাদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।