আব্দুল লতিফ তালুকদার: আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘যমুনা পাড়ের জনগণ’ অনলাইন গ্রুপের আয়োজনে টাঙ্গাইলের ভূঞাপুরে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ, পোশাক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ১১৭ জন মাদরাসার শিক্ষার্থীকে কোরআন শরীফ, ২১ জনকে পাঞ্জাবি, ২ জনকে বোরকা ও ২ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এ্যাড. মাহমুদুল হাসান দিলশাদ এর সভাপপতিত্বে প্রধান অতিথি গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আকতার হোসেন খান, ইউনিয়ন আ্#৩৯;লীগের সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, ইউপি সদস্য মুকুল খন্দকার, শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, মো. শাহআলম সরকার, সাংবাদিক কোরবান আলী তালুকদার, খাইরুল খন্দকার, যমুনা পাড়ের জনগণ গ্রুপ এর সম্পাদক আল আমিন সানি।

অনুষ্ঠান সঞ্চালনায় মো. মরিরুজ্জামান কাইয়ুসহ অন্যান্যরা। সভাপতি এ্যাড. দিলশাদ বলেন, দুস্থ্য শিক্ষার্থী ও প্রতিবন্ধিদেরকে এর আগেও যমুনাপাড়ের জনগণের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমাদের এ ধরণের কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন  চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ক্রেতাদের নজর কাড়ছে মৌসুমি ফল
Previous articleদেশের মানুষ অতীতে কখনো এত ভালো ছিলো না: কাদের
Next articleচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।