কায়সার হামিদ মানিক: উখিয়ায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্পে নিয়োজিত ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
শনিবার দুপুর ১ টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড-০৪ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প-০৭, রোহিঙ্গা বাজার সংলগ্ন এফ/৩ ব্লক এ অবস্থিত পানির ট্যাংকির সামনে আধা পাকা সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন,৭ নং ক্যাম্পের ১৫-৩/ই ব্লকের মৃত নূর আলমের ছেলে ছৈয়দ করিম (৩৯)ও একই ক্যাম্পের ১/ডি ব্লকের মৃত আবু সামার ছেলে মোঃ ইউনুছ (৩৮)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, শনিবার দুপুর ১২ টা ৫০মিনিটের সময় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড নং-০৪ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প-০৭ অবস্থিত ব্লক এফ/৩ ক্যাম্প -৭ পানির ট্যাংকির সামনে মোবাইল পার্টি গোপন সংবাদের ভিত্তিতে ওক্ত স্থানে আসামিদের ধৃত করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশি করে আসামী সৈয়দ করিম লুঙ্গীর কোচা হতে কালো পলিথিন এর মধ্যে থাকা নীল রংয়ের বায়ুরোধক ৩ টি পলি প্যাকের মধ্যে ৬০০ পিস অন্য আসামী মোঃ ইউনুস (৩৮) এর লুঙ্গীর কোচা হতে ২টি নীল রঙের পলি প্যাকেটের মধ্যে থাকা ৪০০ পিস ইয়াবাসহ ১ হাজার পিস ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত ২ রোহিঙ্গা আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।