বাংলাদেশ প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিঠু হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক শিশু আতাইকুলা ১ নম্বর সুইচ গেট এলাকায় একটি পুকুর পাড়ে গরুর বাছুর খোঁজার জন্য যায়। এ সময় ওই এলাকার দুলাল হোসেনের ছেলে মিঠু ওই শিশুকে কাঁধে তুলে পুকুর পাড়ে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এমন সময় শিশুর বাবা দেখতে পেয়ে ঘটনাস্থলে গেলে কিশোর দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা শনিবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে কিশোরকে গ্রেফতার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিম রেজা বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা মামলা করেছেন। কিশোরকে রাতেই গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Previous articleঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
Next articleনোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।