বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে জেলার হরিপুর উপজেলার গড়ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

রুমিন ও শোভা সম্পর্কে চাচাতো ভাই-বোন। রুমিন উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে ও শোভা শফিকুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে নাস্তা খেয়ে রুমিন ও শোভা বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় পুকুরে পড়ে যায় শোভা। শোভাকে বাঁচাতে গিয়ে রুমিনও পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে।

Previous articleরংপুরে বিশ্ব রেডক্রস এবং রেডক্রিসেন্ট দিবস পালিত
Next articleনওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।