বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদে নামাজ পড়তে গিয়ে ওজু খানায় এক মুসল্লি মারা গেছে।
মৃত আমিন উল্লাহ (৬৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের চরফকিরা গ্রামের আনিছ কোম্পানী বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।
গতকাল সোমবার ৯ মে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কলা বাগান রজ্জবপুর জামে মসজিদে এশার নামাজের পর আসস্মিক ওজু খানায় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন ওই গ্রামের আব্দুল আজিজ কারী সমাজের সভাপতি আনিছ কোম্পানী।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় আমিন উল্লাহ মসজিদে জামাতের সহিত এশার নামাজ আদায় করে। জামাত শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মসজিদরে ওজু খানায় তিনি মাথা ঘুরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।