বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে পৌর আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দীন মোশারেফ রাড়ী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, সিদ্দিকুুর রহমান সরদার, আলমগীর হোসেন হাওলাদার, হেমায়েত হাওলাদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন, মিজান দেওয়ান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম বাবু, বজলুর রহমান খান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মুন্সী আবু বকর, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তানভীর আহাম্মেদ, জাবেদ রাড়ীসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।