শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে পুলিশ সুপারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

তাহিরপুরে পুলিশ সুপারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম এর উদ্যোগে,উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।

আজ ২৮মে শনিবার সকাল ১১ঘটিকা হতে বিকাল ৪টা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৭৫০ জন নিম্ন আয়ের মানুষদের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় চিকিৎসা সেবায় মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন এমও,এমবিবিএস,বিসিএস (হেলথ,)ডা, আয়েশা আরওয়া,আরএমও, এমবিবিএস,বিসিএস(হেলথ)ডা,শফিকুল ইসলাম,সুনামগঞ্জ পুলিশ এর মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান,মোহাম্মদ পাপন মিয়া,তুষার দাশ,এসময় উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল)মোঃ সাহিদুর রহমান, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ প্রমুখ।

এসময় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় নিম্ন আয়ের মানুষগুলোর মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে। তাহের মধ্যে ষাটোর্ধ অনেকেই জানান অনেকদিন যাবত আমরা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না,আজ পুলিশের উদ্যোগে বিনা টাকায় চিকিৎসা ও ঔষুধ পেয়েছি,এতে আমরা অনেক খুশি। আল্লাহ তাদের মঙ্গল করুক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments