অতুল পাল: বাউফলের ৫ নং সূর্যমণি ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে ১ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৩৪৪ টাকা আয় এবং ১ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৪০০ টাকা ব্যয় দেখিয়ে ৩৭ হাজার ৪০০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। ইউপি চেয়রম্যান আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. আবু বকর ছিদ্দিক।

ঘোষিত বাজেট নিয়ে বক্তব্য রাখেন, গুলবাগ আলিম মাদ্রসার প্রভাষক মো. আবু ইউসুফ অহেদী, গাজীমাঝি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসারেফ হোসেন, ইউপি সদস্য তহমিনা বেগম, ইউপি সদস্য মো. মামুন হাওলাদার, ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম প্রমূখ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থনীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Previous articleসোনারগাঁওয়ে ৬টি ক্লিনিক সিলগালা
Next articleকালাইয়ে এক বাড়ির আগুনের পুড়ল ৪ বাড়ি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।