রতন কুমার খাঁ: জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামে সার্বজনীন দূর্গা মন্দির ও ডা: উপেন্দ্রনাথ দাসের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরের দুইটি সরস্বতী মূর্তির মাথা কে বা কাহারা সোমবার দিবাগত গভীর রাতে কেটে নিয়ে যায়।

মন্দির কমিটির সভাপতি পল্লী চিকিৎসক গোপাল চন্দ্র মন্ডল জানান, সোমবার গভীর রাতে কোন এক সময় বনখুর দূর্গা মন্দির সংলগ্ন রান্না ঘরের ভিতর দিয়ে ঢুকে দূর্গা মন্দিরের দরোজা ভেঙ্গে দূবৃত্বরা মন্দিরে স্থাপিত দূর্গা মন্দিরের সরস্বতী মূর্তির মাথা এবং মন্দিরের পাশের সাবেক ইউপি মেম্বর ও পল্লী চিকিৎসক উপেন্দ্রনাথ দাসের বাড়ীর রাধাগেবিন্দ মন্দিরের সরস্বতীর মাথা কেটে নিয়ে যায়। সকালে উপেন্দ্রনাথের বাড়ীর মহিলারা রাধাগোবিন্দ মন্দিরে পুজা দিতে গিয়ে সরস্বতীর মাথা কাটা দেখে এবং সকাল ৯ টার সময় দূর্গা মন্দিরের সরস্বতীর মাথা কাটা অবস্থায় দেখে।

বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরসেদ আলম সৈকত এবং সদর থানার ওসি ও ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তাকে জানালে তারা ঘটনাস্থর পরিদর্শন করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে ।

Previous articleবসুন্ধরার মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জয়পুরহাটের প্রবীণ সাংবাদিক আছাদুল ইসলাম
Next articleজয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের আরও ২ সদস্য গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।