শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পাথার প্রান্তরে যাত্রী বহনে মোটরসাইকেল

উল্লাপাড়ায় পাথার প্রান্তরে যাত্রী বহনে মোটরসাইকেল

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরের দু’টি ইউনিয়ন এলাকায় যাত্রী পরিবহনে শতাধিক মোটরসাইকেল যাত্রী বহনে ভাড়ায় খাটছে ৷ এ কাজে শতাধিক জনের কর্মসংস্থান হয়েছে। এদের বেশী জনই যুবক ৷ এদিকে কম সময়ে, কম খরচে যাত্রীরা নিজ গন্তব্যে যেতে পেরে ভাড়ায় চলা মটর সাইকেল নিয়ে বেশ খুশী বলে জানা গেছে ।

উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর রেলস্টেশন ও ইউনিয়ন পরিষদের কাছাকাছি বাজারে দু’টি গ্যারেজে সকাল থেকে বেশ রাত অবধি মটর সাইকেল নিয়ে মালিক চালকেরা যাত্রীদের অপেক্ষায় থাকেন ৷

গ্যারেজ দু’টি থেকে মোহনপুর, বড় পাঙ্গাসী ও উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রাম এলাকায় দরদাম মিটিয়ে যাত্রীরা মোটরসাইকেলে তাদের গন্তব্যে যায় । আবার যাত্রীদের নিয়ে এখানেই নামানো হয় ৷ একজন মটর সাইকেল মালিক চালক প্রতিদিন সব খড়চ বাদে আটশো থেকে এক হাজার টাকা আয় করে থাকেন ৷ একাধিক মটর সাইকেল চালকের কথায় এ পেশায় আয়ের টাকায় বেশ ভালো ভাবেই তাদের সংসার চলে ৷

বছরের সাত থেকে আট মাস পাথার প্রান্তরের ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল নিয়ে যাত্রী বহন চালু থাকে ৷ বর্ষাকালে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকে ৷ উধুনিয়ার আলমগীর হোসেন বলেন ভাড়ায় মোটরসাইকেল তাদের কাছে পছন্দের হয়েছে ৷ কম সময় কম খরচে প্রত্যন্ত এলাকায় আসা যাওয়া করা যায় ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments