সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি গোখামারে হাঁসা ষাড় গরু পালন করা হচ্ছে ৷ কোরবানি ঈদকে সামনে রেখে খামার মালিক দেখতে বেশ আকর্ষণীয় ২২ টি হাঁসা ষাড় গরু পালন করছেন ৷ এরই মধ্যে গরুগুলো কিনতে গরু ব্যাপারীরা খামারে আসছেন ৷
উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের মৈত্র বড়হর গ্রামে প্রমিজ এগ্রো গোখামার বছর তিনেক আগে গড়া হয়েছে ৷ সরেজমিনে গিয়ে দেখা গেছে বড় ধরণের ক্#৩৯;টি শেডে বড় ছোটো মিলে প্রায় দেড়শো ষাড় গরু আছে ৷ কোরবানি ঈদকে সামনে রেখে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে ৷ এর মধ্যে একপাশে ২২ টি হাঁসা ষাড় গরু লালন পালন করা হচ্ছে ৷
প্রতিবেদককে খামার মালিক মমিনুল ইসলাম সরকার লিটন বলেন দেশীয় জাতের হাঁসা ষাড় গরুগুলো তিনি বাণিজ্যিক মানসিকতায় পালন করছেন ৷ এ গরুর হাঁসা মীরকাদিম নামে পরিচিতি আছে ৷ খামারটিতে পালন করা হাঁসা সব ক্#৩৯;টি গরু দেখতে বলা চলে একই রকম ৷ তবে ওজনে কম বেশী আছে ৷ প্রতি সপ্তাহে খামারে পালিত গরুগুলোর ওজন মেপে খাদ্যের যোগান বাড়ানো হয়ে থাকে বলে জানানো হয় ৷ গতকাল ১৯ জুন রবিবার এর তথ্যে সবচেয়ে বেশী ওজনের হাঁসা ষাড় গরু হলো ৪শ ২৬ কেজি ৷ আর কম ওজনের গরুটি হলো ২শ ৮০ কেজি ৷
এছাড়া খামারটিতে বড় ছোটো নানা জাতের ষাড় গরু কোরবানি ঈদকে সামনে রেখে পালন করা হচ্ছে ৷ খামার মালিক মমিনুল ইসলাম সরকার লিটন আরো জানান পালিত গরুগুলোকে খইল , বিভিন্ন ভূষি ও কাচা ঘাস খাওয়ানো হয় ৷ তিনি খামার থেকেই পালিত গরুগুলো বিক্রি করে থাকেন ৷ এবারেও খামার থেকে বিক্রি করবেন ৷ এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে গরু ব্যাপারীরা খামারে আসছেন ৷ উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোর্শেদ উদ্দীন আহম্মদ জানান তিনি খামারটি প্রায়ই গিয়ে দেখেন ৷ নিরাপদ খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন ৷ মীরকাদিম ভ্যারাইটি সাদা ষাড় ও গাভী গরুর কোনো কোনো এলাকায় সাধারণ খদ্দেরদের কাছে বেশ চাহিদা আছে ৷