প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা আক্তার টুনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাজেস প্রসাদ, উপজেলা প্রকৌশলী ওয়ালী উল্লাহ্ধসঢ়; শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাযমীর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় জনসাধারণকে কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণের জন্য ৮টি স্টল বসানো হয়েছে।