বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাপবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

জয়নাল আবেদীন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য চিনি, মশুর ডাল, সয়াবিন তেল বিক্রি কার্যক্রম গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ।

সকালে জেলার সেবক জেলা প্রশাসক মো: আসিব আহসান রংপুর সিটি কর্পোরেশন এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের হাতে এসব পণ্য তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ।প্রতিটি কার্ডধারী ১১০ টাকা লিটারে ২লিটার সোয়াবিন তেল ৫৫টাকা কেজিতে ২কেজি চিনি এবং ৬৫টাকা কেজিতে ২কেজি ডাল ক্রয় করতে পারছেন ।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানী, ওর্য়াড কাউন্সিলর ফুলু সহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । উদ্ধোধনী অনুষ্ঠানে জানানো হয় রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে ১লাখ ৪হাজার পরিবার এই সুবিধার আওতায় এসেছে । আগামি ৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments