বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ভূয়া ডাক্তারের তিন মাসের কারাদন্ড

টাঙ্গাইলে ভূয়া ডাক্তারের তিন মাসের কারাদন্ড

আবুল কালাম আজাদ: টাঙ্গাইল শহরের দয়াল ক্লিনিক ও হসপিটালে অভিযান চালিয়ে এসআর লাভলু নামে এক ভূয়া ডাক্তারকে আটক করে তিন মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো.গোলাম মাসুম প্রধান এ রায় ঘোষণা করেন।

ম্যাজিস্ট্রেট রেজা মো.গোলাম মাসুম প্রধান জানান,এসআর লাভলু আটক হওযার পর স্বীকার করে তিনি কোন ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই।দীর্ঘদিন ধরে তার নামের শুরুতে ডাক্তার পদবী ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছে।তিনি ওই ক্লিনিকে পাইলস ও নাক কান গলার চিকিৎসা করে আসছিলেন।তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। পরে তাকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments