আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বানভাসি অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পূর্বে,উপজেলা প্রশাসন তাহিরপুর এর সাথে সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির।
আজ (২৩জুন) বৃহস্পতিবার uno tahirpur অফিসিয়াল ফেইসবুক আইডি হতে,জানান তাহিরপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক সংস্থা, এনজিও, ও অন্যান্য বেসরকারি সংস্থা, সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যাক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করছেন কিংবা প্রদান করার আগ্রহ প্রকাশ করেছেন।আমরা তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা প্রতিটি আশ্রয় কেন্দ্রে সংশ্লিষ্টদের সাথে সমন্বয়ের মাধ্যমে সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছি। এখন আমরা পর্যায়ক্রমে প্রতিটি ক্ষতিগ্রস্ত গ্রামের প্রতিটি পরিবারের নিকট সহায়তা প্রেরণ করছি।তাহিরপুরের সকল অংশের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সহায়তা পায় সেজন্য সহায়তা প্রদানের পুর্বে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করার জন্য আগ্রহী সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।