বাংলাদেশ প্রতিবেদক: বরগুনার পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন এক নারীর (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে উপজেলা নাচনাপাড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মাহবুব মিয়া জানান, সন্ধ্যার দিকে ধান জমিতে কাজ শেষে খালে গোসল করতে গিয়ে লাশটি ভেসে যেতে দেখেন। তখন তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে দেখেন এক নারীর লাশ। স্থানীয়রা জানান ওই নারী মানসিক ভারসাম্যহীন ও বেশ কিছু দিন আগে ওই এলাকায় ঘুরতে দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।