বাবুল আকতার: নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মোহাম্মদ আল মাহমুদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে সদ্য পদন্নোতি পেয়ে গত ২৯ জুন সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদের সভাপতিত্বে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্য সমাজ পরিস্কার করা। সাংবাদিকরা সমাজের আয়না, তারা সমাজের বস্তুনিষ্ঠ তথ্য সহ বাস্তবিক চিত্র তুলে ধরে থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও পুলিশকে সহযোগিতা করে থাকেন সাংবাদিকরা।

আরও পড়ুন  রংপুরে এসআই পদে মাঠ পরীক্ষায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

পুলিশ সেগুলো চিহ্নিত করে আইগত ব্যবস্থা নিয়ে থাকেন। এরই সূত্র ধরে পুলিশ ও সাংবাদিকদের পেশা ভিন্ন হলেও লক্ষ কিন্তু একটাই। বর্তমান সমাজের ব্যাধি মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করার লক্ষে সাংবাদিকদের সহযোগিতা চান নয়া ওসি আল মাহমুদ।

সাপাহার থানার পুলিশ উপ-পরিদর্শক নুরুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার পুলিশ উপ-পরিদর্শক আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক বাবুল আকতার, সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, সাংবাদিক গোলাপ খন্দকার,জুলফিকার আলী স¤্রাট, শরীফ তালুকদার, সেলিম রেজা, জুয়েল রহমান,সাইফুল ইসলাম রয়েল প্রমূখ।

Previous articleবাউফলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
Next articleস্বামীকে ফাঁসাতে ইয়াবা ক্রয়, নারী আটক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।