আবুল কালাম: টাঙ্গাইলের কালিহাতীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক চালক মো. বাহাদুর আলী। গতকাল সোমবার দুপুরে কালিহাতী পৌর এলাকার মুন্সিপাড়া হাট প্রাঙ্গনে কালিহাতী দক্ষিণ পাড়া গ্রামের ট্রাক চালক মো. বাহাদুর আলী সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মো. বাহাদুর আলী বলেন, গত ১৪ জুন মঙ্গলবার বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী শাহ আলমের স্বজন জুয়েল, নয়ন, আছর, লাল মিয়া, ভোলা, নাজমা, ফিরোজা, হাছনা, শাহনাজ, নাছিমা ও সোমলা আমার স্ত্রী তারাবানুর ওপর হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর করেন। আমরা স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকাবস্থায়ই স্ত্রী তারাবানুর ওপর হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় মামলা করতে পারি। এ অপরাধ ঢাকতে হামলার ঘটনার একদিন আগে ১৩জুন সোমবার শাহ আলমের মেয়ে শাহানাজের শ্লীলতাহানির চেষ্টার মিথ্যা অভিযোগে ১৮জুন আদালতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

এসময় কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল আলম মিন্টু, সাধারন সম্পাদক মো. হারুন অর-রশিদ সহ কালিহাতী দক্ষিণ পাড়া গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেপ্তার
Previous articleভয়াবহ বন্যায়ও আ’লীগ জনগণের পাশে নেই: গয়েশ্বর
Next articleচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।