শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ইউপি উপনির্বাচন: নৌকার সাথে বিদ্রোহীর লড়াই

বাউফলে ইউপি উপনির্বাচন: নৌকার সাথে বিদ্রোহীর লড়াই

অতুল পাল: আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য বাউফলের নাজিরপুর- তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার সাথে বিদ্রোহীর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভোটারদের হিসেবে নিকেশ এবং অভিমতে নৌকা অনেকটাই এগিয়ে রয়েছে।

এদিকে বহিস্কার কিংবা জেলা নেতৃবৃন্দের কড়া নির্দেশনা সত্বেও আওয়ামী লীগের একটি পক্ষ বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এনিয়ে জেলা আওয়ামী লীগের নেতারা বিব্রত। উপজেলা ও জেলা আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীকে মদদ দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করানোর অভিযোগ উঠেছে। এনিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ যেন ঘরের শক্র বিভিষণ।

সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি নাজিরপুর-তাঁতেরকাঠী ইউপি নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী আমির হোসেন বেপারী বিজয়ের ১২ দিন পর ১৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করলে ২৭জুলাই নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তৃণমূল ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান মো.ইব্রাহিম ফারুককে নৌকা প্রতীক প্রদান করেন। এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের সাথে স্থানীয় এমপি আ স ম ফিরোজের মতদ্বৈততা থাকায় ওই দুই নেতার পরোক্ষ এবং প্রত্যক্ষ সমর্থন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস.এম. মহসিন স্বতন্ত্র নামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জনশ্রুতি রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সরাসরি কোন সভায় অংশ না নিলেও তাদের কর্মী সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। জেলা আওয়ামী লীগের পরামর্শে গত ১৩ জুলাই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেন। এদিকে নৌকা এবং বিদ্রোহী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৮ জুলাই আমির হোসেন মৃধা (৭০) নামের একজন নৌকা সমর্থকের মৃত্যু হয়। যা আওয়ামী লীগের সাধারন নেতাকর্মীদের মনে দাগ কেটেছে। চলমান এঘটনায় উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ বিব্রত অবস্থায় পড়েছেন।

গত ২২ জুলাই এক উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর নৌকার পক্ষে প্রচারণা করতে এসে বলেন, যারা নৌকার বিপক্ষে কাজ করছেন তারা কখনো আওয়ামী লীগ করতে পারেনা। তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বনকারী কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকা পক্ষে কাজ করার নির্দেশ দেন। অন্যথায় সাংগঠনিকভাবে এর মাশুল দিতে হবে বলে হুশিয়ার বার্তা দেন।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন সাংবাদিকদের বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীকে মদদ দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। নৌকার প্রার্থী মো. ইব্রাহিম ফারুক বলেন, জাতীয় কিংবা স্থানীয় প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগ নামধারী কতিপয় লোক ষড়যন্ত্র করে আসছেন। কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারেনি ভবিষ্যতেও পারবে না। নাজিরপুর-তাঁতেরকাঠির জনগণ শেখ হাসিনা এবং আ স ম ফিরোজেকে ভালবাসেন। জনগণ নৌকাকেই বিজয় করতে উদগ্রীব হয়ে রয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার জানান, আমি কখনো নৌকার বিপক্ষের মানুষ না। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। সরেজমিন নাজিরপুর-তাাঁতেরকাঠী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অন্যান্য প্রার্থীদের তুলনায় নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুক অনেকটা এগিয়ে রয়েছেন। নৌকার পক্ষে চলছে ব্যপক প্রচার-প্রচারণা। ভোটারদের দুয়ারে দুয়ারে নৌকার কর্মী-সমর্থকরা গিয়ে শেখ হাসিনার সালাম দিচ্ছেন এবং নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন তরান্বিত হবে বলে সাধারন ভোটাররা অভিমত ব্যাক্ত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments