বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবরগুনায় যুবদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলা, আহত ১৬

বরগুনায় যুবদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলা, আহত ১৬

বাংলাদেশ প্রতিবেদক: বরগুনার পাথরঘাটায় কেন্দ্র ঘোষিত যুবদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলায় ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ হামলার ঘটনাটি ঘটেছে।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু দৈনিক নয়া দিগন্তকে এ হামলায় তাদের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

এ হামলায় গুরুতর আহতরা হলেন যুবদলের কর্মী আবু বকর সিদ্দিক মেছাল, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটায় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পথসভা করার সময় অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রলীগের লোকজন। এ সময় হামলায় যুবদলের ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলা যুবদলের নেতা আবু বকর সিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপরে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন জানান, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেয়া হচ্ছিল। এ সময় আমরা বাধা দিয়েছি মাত্র।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করতে বলা হয়। এ সময় তারা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনার সময় উভয় পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments