শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের নামে খাস জমি কাণ্ডে সেই সার্ভেয়ার হুমায়ূন গ্রেফতার

কলাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের নামে খাস জমি কাণ্ডে সেই সার্ভেয়ার হুমায়ূন গ্রেফতার

বাংলাদেশ প্রতিবেদক: কলাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের অন্তরালে ৪২ ব্যক্তির নামে ৭২ একর জমি বন্দোবস্ত দেয়ার তোলপার ঘটনায় সেই সার্ভেয়ার হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল রুপাতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মো.জসিম উদ্দিন। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহষ্পতিবার কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হুমায়ূন কবিরকে প্রধান আসামী উল্লেখ করে অজ্ঞাতনামা আরো আসামীদের নামে মামলা দায়ের করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক। এরপর হুমায়ূনকে অভিযান চালিয়ে আটক করা হয়।

উল্লেখ্য, মুজিব শতবর্ষে গৃহহীনদের নামে সরকারী ২ শতাশং ভূীম বন্দোবস্তের অন্তরালে সম্পদ রয়েছে এমন ৪২ ব্যক্তির নামে ৭২ একর জমি বন্দোবস্ত দেয়া হয়। যার একটি বন্দোবস্ত প্রাপ্ত দলিলের নামজারী করতে মহিপুর তহশিলে গেলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুবকর সিদ্দিকীর নজরে আসে। পরে একে একে ফাঁস হয়ে যায় ৪২ টি দলিলে ৭২ একর জমি বন্দোবস্ত দেয়ার তথ্য। এঘটনায় বন্দোবস্ত দলিলে ইউএনওর স্বাক্ষর থাকলেও তা স্কান করে সই জাল করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। তবে ইউএনওর সই জাল করা হয়েছে কিনা এনিয়ে লোকমুখে চলছে চুলচেরা বিশ্লেষণ। এছাড়া এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কলাপাড়া থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল রুপাতলী এলাকা থেকে প্রধান আসামীকে অভিযান চালিয়ে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments