বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারামেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার। এদের মধ্যে ফিরোজা বেগম ও সুরাতুন নেসা করোনা সংক্রমণে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আব্দুল গাফফার। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় দুইজন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা মোট ২৪টি। রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৫টিতে করোনা ধরা পড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments