বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকোস্ট গার্ডের অভিযানে ৩,৮০০ লিটার ডিজেল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩,৮০০ লিটার ডিজেল জব্দ

বাংলাদেশ প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুরে মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যক্ত ঘর থেকে তিন হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ ৩৩ হাজার ২০০ টাকা।

এ সময় চোরাই ডিজেলের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আরো জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সঙ্কটময় মুহূর্তে এ ধরনের তেল চোরাকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল হাসান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments