বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে আগুন লেগে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কুরআন শরীফ

ভূঞাপুরে আগুন লেগে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কুরআন শরীফ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে এক কৃষকের ঘরে আগুন লেগে ধান, পাট, আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেলেও অলৌকিক ভাবে অক্ষত রয়েছে কুরআন শরীফ। অক্ষত কোরআন শরীফ দেখতে আশপাশের লোকজন ভিড় জমাচ্ছেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চর ভরুয়া গ্রামে কৃষক দেলশাদের বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত দেলশাদ জানান, রান্নাঘর থেকে হঠাৎ কালো ধোয়া বের হতে থাকে। একপর্যায়ে মূহুর্তেই পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা ১০ মণ ধান, ৫ মণ পাট, ও নগদ অর্থসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, ঘরে থাকা সবকিছু পুড়ে গেলেও অলৌকিক ভাবে অক্ষত থাকে পবিত্র কুরআন। এ ব্যাপারে ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, আগুন লাগার ঘটনায় প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। রান্না ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments