বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

বাউফলে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

অতুল পাল: বাউফলে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাম্বলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সারে ১০ টায় উপজেলার বাণিজ্যিক এলাকা কালাইয়া বন্দরের মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সনাতন ধর্মাবলম্বী কয়েক শত নারী-পুরুষ অংশ নেয়।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি বাউফল উপজেলা পূজা উদযাপণ পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক বাবু শিবানন্দ রায় বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি সনজিৎ কুমার সাহা, কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের প্রভাষক রনজিত কুমার রায়, কালাইয়া লঞ্চঘাট রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ডা. সুভাস মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় রায় প্রমূখ। এদিকে বাউফল কালী বাড়ি মন্দির থেকে বিকেল তিনটায় পৌর শহরে বর্ণাঢ্য এক শোভাযাত্র বের করা হয়।

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি জন্মাষ্টমী নিয়ে বক্তব্য রাখেন, তুষার কান্তি ঘোষ, রনজিত কুমার রায়, গোবিন্দ চন্দ্র সাহা প্রমূখ। আলোচনা শেষে ভক্তদের মাছে প্রসাদ বিতরণ করা হয়।
অতুল পাল

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments