শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকুয়াকাটায় জেলের জালে সাড়ে ৩ মন ওজনের বিরল প্রজাতির বস্নু-মার্লিন ফিস

কুয়াকাটায় জেলের জালে সাড়ে ৩ মন ওজনের বিরল প্রজাতির বস্নু-মার্লিন ফিস

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলন মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বস্নু-মার্লিন ফিস। এটির ওজন ১ শ‘ ৩৫ কেজি।

বৃহস্পতিবার সকালে বঙ্গোপসারের সোনার চর পয়েন্ট থেকে মাছটি ধরা পরে। পরে শুক্রবার দুপুর তিনটার দিকে মাছটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের মাসুদ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। এসময় এ মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। উপকূলে এ মাছের চাহিদা কম থাকায় বাচ্চু মিয়া নামের এক মাছ ব্যবয়াসী এটিকে ১৫ হাজার টাকায় কিনে নেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এমাছ অনেক দ্রুত গতির। এটি ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দৌড়ায়। বস্নু-মার্লিন সাধারনত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments