শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রংপুরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রংপুরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রংপুরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সারাদেশের ন্যায় রংপুরেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়। দিবসটিতে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটি বিস্তারিত কর্মসূচি পালন করেন।এসব কর্মসূচির মধ্যে ছিল- বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা, দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ।

বিকাল সাড়ে ৪টায় রংপুর টাউন হল চত্বরে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবনের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল ও সিটিএসবির ডিসি মোঃ আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলার সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।সভায় বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সহ-সভাপতি বাবু রামকৃষ্ণ সোমানী, নিধুরাম অধিকারী, অর্থ সম্পাদক নিখিল চন্দ্র বাগর্চি, ধর্মসভার সাধারণ সম্পাদক পার্থ বোস, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহ-সভাপতি রাজিব অধিকারী ও সহ-সাধারণ সম্পাদক পরান ভট্টাচার্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় সকল অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে অন্তরাত্মাকে জাগ্রত করার শপথ নেবেন কৃষ্ণ প্রেমীরা। সভা শেষে বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদর্শণ করে ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কৃষ্ণ প্রেমীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments