বাংলাদেশ প্রতিবেদক: ভোলার চরফ্যাশনের জাল পাতা নিয়ে বিরোধের জেরে জলদস্যুদের হামলায় মো: রাব্বি (১৬) ও মিজানুর রহমান মাঝি (৫৪) নামের দু’জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।
শনিবার দিবাগত রাতে বয়ার চরের নিকটবর্তী মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
রাব্বি উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে। আর মিজানুর রহমান একই এলাকার আব্দুল কাদেরের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা হামলা করলে তারা লাফিয়ে পানিতে পড়ে মারা যায়।