আতিউর রাব্বী তিয়াস: রাসায়নিক সার বিক্রয় ও মজুদের বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলার ভিকনী ও গোপীনাথপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠান কে ৩৭,০০০/-সাইত্রিশ হাজার টাকা জরিমানা ও ২ টি গোডাউন সীলগালা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার সময় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিসিআইসি ডিলার ও খুচরা ব্যবসায়ী ২ জনের নিকট হইতে মোট ৩৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা মোঃ ইমরান হোসেন।
উপজেলা নিবাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, সারের বাজার স্থিতিশীল রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।