মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাহাতীবান্ধায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

হাতীবান্ধায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

শাহীন আলম: লালমনিরহাটের হাতীবান্ধায় ১৯শত পিস ইয়াবা ও নগদ তিন লক্ষ উনত্রিশ হাজার একশত নব্বই টাকাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গিমারী ইউনিয়নের পকেট নামক এলাকার আতোয়ার রহমানের বাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ভারতের কুচবিহার জেলার গোলনাহাটি এলাকার জসিম উদ্দিন এর পুত্র আলতাব হোসেন কে গ্রেফতার করা হয়েছে।

এ সময় বাড়ির মালিক আতোয়ার ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম জানান,ভারতীয় নাগরিকসহ তিন জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক দুই জন আসামি কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আজ দুপুরে আদালতের মাধ্যমে আটক আলতাব হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments