মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাশেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাবিদ রায়হান লাকি (৪৫) মারা গেছেন।

শনিবার রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারারক্ষী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাবিদ রায়হান লাকী কলারোয়া পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরার কারাগারে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাবিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments