প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবির বীর মুক্তিযোদ্ধা ধীরেন পাহান (৭০) শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরের দিন শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল হঠাৎপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ধীরেন পাহানের নৃতাত্তিক ধর্মীয় রীতি অনুযায়ী সমাধির আগে পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারফ আফজাল রাজন, পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) পলাশ চন্দ্র দেব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪মেয়ে ও ৩ ছেলেসহ গুনগ্রাহী রেখে গেছেন।