সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে স্থান পরিবর্তন করে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মুলাদীতে স্থান পরিবর্তন করে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বাংলাদেশ প্রতিবেদক: : মুলাদীতে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছিলো। উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপি ও ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিলো। পরে শুক্রবার রাত ৩টার দিকে থানা পুলিশের সাথে দেনদরবার শেষে কাজিরচর ইউনিয়নের চরকমিশনার ফেরিঘাট বালুরমাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার অনুমতি পায় বিএনপি নেতাকর্মীরা। ফলে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি।

জ্বালানি তলে, গ্যাস, বদি্যুৎ ও নত্যিপণ্যরে মূল্যবৃদ্ধ,ি সীমাহীন র্দূণীত,ি ভোলা জলো ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বচ্ছোসবেক দল নতো আব্দুর রহমিকে হত্যার প্রতবিাদে গতকাল শনবিার সকাল ১০টায় চরকমশিনার ফরেঘিাট বালুর মাঠে বক্ধিসঢ়;ষোভ মছিলি ও সমাবশে করনে বএিনপি নতোর্কমীরা। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার খান।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনি সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী কামাল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি, সাবেক সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম প্রিন্স, হিজলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গাফফার তালুকদার, বরিশাল জেলা যুবদল সভাপতি সালাহ উদ্দীন পিকলু, সদস্য গোলাম মোরশেদ মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শরীয়ত উল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দীন ঢালী, সদস্য সচিব বিল্লাল হোসেন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments