অতুল পাল: পটুয়াখালী জেলা পরিষদের সহযোগিতায় বাউফল উপজেলা প্রশাসনের আয়াজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের সভাপতিত্বে ওই আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব মো. খলিলুর রহমান মোহন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা শামসুল আলম মিয়া,বীর মুক্তিযাদ্ধা আবুল কালাম খান,বীর মুক্তিযাদ্ধা শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযাদ্ধা, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জাম মসজিদের ইমাম মাও.মো. রহমতউল্লাহ।