শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

সোনারগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ছবি তোলা, স্বাক্ষর ও আঙুলের ছাপ নেয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার জামপুর ইউপির পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জামপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া।

এ সময় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আইডি-কার্ড শুধু ভোট দেওয়ার জন্য সীমিত না, এটা এখন সব কাজে লাগে। আর দেশের নাগরিক হওয়ার পূর্ব শর্তই হলো আইডি-কার্ড থাকা। কাজেই আপনাদের কোনো আত্মীয়-স্বজন যদি ভোটার তালিকার হালনাগাদ থেকে বাদ পড়ে যায় তারা যেন পরবর্তীতে তা করে ফেলে। পরে ইউপি চেয়ারম্যান জামপুরের উন্নয়ন কাজে সবার সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বদরুজ্জামান বদু মেম্বার, শাহিন মেম্বার, জামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খানসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments