বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে শ্যামাসুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে পর্যালোচনা সভা

রংপুরে শ্যামাসুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে পর্যালোচনা সভা

জয়নাল আবেদীন: রংপুর নগরির বুক চিরে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির প্রতিবেদনের আলোকে কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর সংশোধনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর সংশোধনী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় শ্যামাসুন্দরীর বর্তমান পরিস্থিত ও ভবিষ্যৎ পরিকল্পনার তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইব্রাহীম শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, রংপুর সেনা নিবাসের জিওসির প্রতিনিধি মেজর তারিক মোহাম্মদ শাহিদুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল হক, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, বিডাব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, ডিপিএইচএফ এর ইঞ্জি. পঙ্কজ কুমার শাহা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এ ডব্লিউ এম রায়হান শাহ ও রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহাবুব রহমান হাবু সহ শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments