বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবিশেষ সম্মাননা পেলেন শেফ ফারজানা বাতেন

বিশেষ সম্মাননা পেলেন শেফ ফারজানা বাতেন

বাংলাদেশ প্রতিবেদক: রয়েল বেঙ্গল মাষ্টার শেফ অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টার ঢাকার একটি ক্লাবে গত ৪ নভেম্বর প্রথমবারের মত সোনার বাংলা আন্তর্জাতিক লাইভ কুকিং কম্পিটিশন ও ট্রেড এক্সপো আয়োজন করে। বিচারক প্যানেলে ছিলেন রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ইন্ডিয়া প্রেসিডেন্ট মাস্টার শেফ প্রীতম সরকার, মাস্টার শেফ শাহেদা ইয়াসমিন, কালীনারি এক্সপার্ট শাহীন আফরোজ, রন্ধন শিল্পী ফাতেমা শিরিন, পুষ্টিবিদ তাসনিম আশিক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হিরো হারতানতো সুবোলা, গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ইরাকের রাষ্ট্রদূত ইমাদ আলী জালাল মুসায়ী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিওনাল অতিরিক্ত ডিআইজি মোঃ আবু সুফিয়ান। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াবের পরিচালক আবুল ফয়সাল, মোঃ সায়েম, অধ্যাপক শাহরিয়ার পারভেজ ও বাংলাদেশ ট্যুরিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরামের সভাপতি কাজী রহিম শাহরিয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে এওয়ার্ড উইনারদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি তুলে দেন রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের গ্লোবাল প্রেসিডেন্ট মাস্টার শেফ প্রীতম সরকার। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কালিনারিয়ান এবং অপরাজিতা বুটিকের স্বত্তাধিকারী শেফ ফারজানা বাতেনকে বিশেষভাবে সম্মানিত করা হয়।

সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট শেফ জুয়েল আহমেদ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments