বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাপ্রায় তিন মাস পর বাড়ি ফিরেছেন ভারতে আটক বাউফলের জেরেরা

প্রায় তিন মাস পর বাড়ি ফিরেছেন ভারতে আটক বাউফলের জেরেরা

অতুল পাল: প্রায় তিন মাস ভারতে আটক থাকার পর আজ বুধবার বাউফল, ভোলা ও বরিশালের ১১ জেলে বাড়ি ফিরেছেন। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ওই জেলেরা ভারতীয় জল সিমানায় চলে যাওয়ায় তাদেরকে আটক করেছিল ভারতীয় পুলিশ। ৮৩ দিন পর বাড়িতে ফিরে আসায় স্বজনদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই ১১ জেলে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

জেলেদের মধ্যে ৯ জন বাউফলের, একজন ভোলার এবং অপরজন বরিশালের বাসিন্দা। ফেরত আসা ১১ জেলেরা হলেন, বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারী (৫০), একই ইউনিয়নের জসিম উদ্দিন বয়াতী (৪০), আবুল মাতব্বর (৪৮), মো. সুমন (৩০), সোহরাব মাঝি (৩৭), সবুজ ব্যাপারী (৪৫), কামাল সরদার (৪০), কায়েস হাওলাদার (৩৫) ফিরোজ খলিফা (৪০), ভোলার লালমোহন উপজেলার নাজিরপুরের গ্রামের মোহতাহার (৪০) এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের করিম হোসেন (৩৫)। উল্লেখ্য, গত ১৭ আগস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারীসহ ১২জন জেলে এফবি সামিরা নামের ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ১৯ আগস্ট মাছধরা অবস্থায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা বাঁশ ও প্লাস্টিকের জার ধরে ভাসতে থাকে। এসময় সমুদের প্রচ- ¯্রােতে জসিম হাওলাদার (২০) নামের এক জেলে নিখোঁজ হয়ে যায়। তার খোঁজ আজও মেলেনি। বাকি ১১ জেলে ১৭ ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পরে ২০ আগস্ট ভারতের তালপট্রি জঙ্গলে আশ্রয় নেয়। পরদিন জোনাব মোল্লা নামের এক ভারতীয় জেলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের থানায় নিয়ে বিস্তারিত জেনে জোনাব মোল্লার জিম্মায় রাখেন। আইনী প্রক্রিয়ার কারণে প্রায় তিন মাস পর তারা ফেরত আসেন।

বাড়ি ফিরে আসা জেলে মো. বাবুল ব্যাপারী জানান, ঝড়ের কবলে আমাদের ট্রলার ডুবে যায়। পরে ভাসতে ভাসতে ভারতে প্রবেশ করি। আমরা কোনো অপরাধ করিনি। তারপরেও আইনী প্রক্রিয়ায় দীর্ঘদিন আমাদের ভারতে আটক থাকতে হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন জানান, জেলেদের দেশে ফিরিয়ে আনতে স্থানীয় এমপি ও জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments