শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাটগ্রামে অফিসে ঝুলছিল টোব্যাকো কোম্পানির সুপারভাইজারের মরদেহ

পাটগ্রামে অফিসে ঝুলছিল টোব্যাকো কোম্পানির সুপারভাইজারের মরদেহ

মোঃ শাহীন আলম: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লালমনিরহাটের পাটগ্রাম শাখা সুপারভাইজার রবিউল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউলের মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মৃত রবিউল ইসলাম ওই উপজেলার ধবলসুতির রাজারহাট এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিটির গোল্ডলিফ সিগারেট সেকশনের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলাম গোল্ডলিফ সেকশনের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় কোম্পানির অফিসের একটি কক্ষে প্রায়ই রাত্রিযাপন করতেন তিনি। রোববার সকালে অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিসে এসে তার রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments