ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর গণ শৌচাগারের উত্তর পাশের্ব ও হরিপুর বীর মুক্তিযোদ্ধা নায়েক নবীর উদ্দিন এর কবর সংলগ্ন উপশহর থেকে মাদক সেবনের অপরাধে ১০ জনে মাদক সেবীকে আটক করে র‍্যাব-৫।

আটক কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চক আলমপুর গ্রামের মোঃ আলিম আলী (২৭), নয়াগোলা ঘাটপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৩), কৃষ্ণগোবিন্দ পুর (মান্না পাড়া) গ্রামের মোঃ মাসুম হোসেন (২৫), বালিয়াডাংগা (ফিল্ডের পূর্ব পাশের্ব) মোঃ বাবলু (৫০), রাজারামপুর তাবারকপাড়া গ্রামের মোঃ আবুল বাশার (৫২),
নামোশংকরবাটি মাওরিপাড়া গ্রামের মোঃ দ্বীন ইসলাম @ আবু (৫২),রামচন্দ্রপুর বেহারা পাড়ার মোঃ জাহাঙ্গীর আলম (৪০),রেলবাগান গ্রামের মোঃ হোসেন (৩০),হুজরাপুর খালঘাট এলাকার মোঃ মিজানুর রহমান (২৮) ও মসজিদপড়ার মোঃ টুটুল (৪০)।

র‍্যাব-৫ একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫এর একটি অপারেশন দল অদ্য ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১১টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এর গণ শৌচাগারের উত্তর পাশের্ব ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হরিপুর বীর মুক্তিযোদ্ধা নায়েক নবীর উদ্দিন এর কবর সংলগ্ন উপশহরের মাঝ বরাবর রাস্তার পাশের্ব পিলারের স্তুপের উপর কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় (ক) গাঁজা-০২(দুই) গ্রাম, (খ) গ্যাস লাইটার -০২(দুই)টি, (গ) কাগজের পাইপ-০১(এক)টি সহ আসামী ১। মোঃ আলিম আলী (২৭), পিতা-মোঃ একরাম হক, মাতা-মোছাঃ রুমালী বেগম, সাং-চক আলমপুর, ২। মোঃ দেলোয়ার হোসেন (২৩), পিতা-মোঃ দুলাল উদ্দিন, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-নয়াগোলা ঘাটপাড়া, ৩। মোঃ মাসুম হোসেন (২৫), পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, মাতা-মোছাঃ রুবিয়া বেগম, সাং-কৃষ্ণগোবিন্দপুর (মান্না পাড়া), ৪। মোঃ বাবলু (৫০), পিতা-মৃত বাহারউল্লাহ, মাতা-মোছাঃ সাইমুন বেগম, সাং-বালিয়াডাংগা (ফিল্ডের পূর্ব পাশের্ব), ৫। মোঃ আবুল বাশার (৫২), পিতা-মৃত আলহাজ মকবুল হোসেন, মাতা-মোছাঃ শওকতআরা বেগম, সাং-রাজারামপুর তাবারকপাড়া, ৬। মোঃ দ্বীন ইসলাম @ আবু (৫২), পিতা-মৃত ইব্রাহিম বিশ্বাস, মাতা-মৃত মেহেরুন নেছা, সাং-নামোশংকরবাটি মাওরিপাড়া, ৭। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মৃত গোলাম মতুর্জা, মাতা-মোছাঃ রেফালী বেগম, সাং-রামচন্দ্রপুর বেহারা পাড়া, ৮। মোঃ হোসেন (৩০), পিতা-মৃত তসলিম উদ্দিন, মাতা-মোছাঃ সজ্জমা খাতুন, সাং-রেলবাগান, ৯। মোঃ মিজানুর রহমান (২৮), পিতা-মোঃ তাজিমুল হক, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং-হুজরাপুর খালঘাট, ১০। মোঃ টুটুল (৪০), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মৃত তাহলিমা বেগম, সাং-মসজিদপড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলা- চাঁপাইনবাবগঞ্জথদের কে আটক করে।

আরও পড়ুন  বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কর্মী সমর্থকদের বিজয় মিছিল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।

Previous articleপর্তুগাল পাঠানোর নামে এক ব্যক্তির ১০ লক্ষ টাকা হাতিয়ে নিল দালাল কুতুব
Next articleরংপুর সিটি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাপার মোস্তফা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।