শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চান্দিনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ওসমান গনি: কুমিল্লার চান্দিনা উপজেলায়- ২০২২ – ২০২৩ অর্থবছরে রবি মৌসুমে ভুট্টা, সরিষা ও সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ ‘শত ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে চান্দিনা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা থানার এস আই মো. রাকিব হাসান, চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, থানার ডি, এস বি (এ, এস আই) মো. রিপন মিয়া।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছা: আমেনা বেগম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনির আহম্মেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো.মাজেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শৈলেশ চন্দ্র মজুমদার, আওয়ামীলীগনেতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান প্রমূূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments