শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাগঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে অনলাইনে সকল সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন

গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে অনলাইনে সকল সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে http://Prottoyon.gov.bd এর মাধ্যমে অনলাইনে সকল সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এক অভূতপূর্ব পদক্ষেপ হলো প্রত্যয়ন। মানুষের দোড়গোড়ায় সহজেই সনদ সেবা পৌছে দেবার জন্য কাজ করছে এ টু আইর সার্ভিস ইনেভেশন ফান্ডের আওতায় ও সার্বিক সহযোগীতায় বাস্তবায়িত প্রকল্প প্রত্যয়ন। প্রতিনিয়ত প্রত্যয়ন পরিবারে সংযুক্ত হচ্ছে নতুন নতুন ইউনিয়ন।

জনপ্রতিনিধি বক্তারা বলেন আমরা অঙ্গীকারবদ্ধ সনদ সেবাকে সকলের কাছে পৌছে দেবার জন্য। তাই আজই যুক্ত হয়ে যান প্রত্যয়ন পরিবারে।এটুআই ইনোভেশন ফান্ডের উদ্ভাবনী উদ্যোগ ‘অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট বা প্র্রত্যয়ন সারা বাংলাদেশের সিটি কর্পোরেশন /পৌরসভা/ইউনিয়নে বাস্তবায়নের লক্ষে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সভাকক্ষে প্রত্যয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানে প্রত্যয়নের কো-অর্ডিনেটর মোঃ খাইরুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায়, ইউএনও মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রত্যয়নের অপরেশন উইং লিড, এ এম মাহমুদ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল ইউডিসি। প্রত্যয়ন অপরেশন উইং লিড এম এ মাহমুদ ও গঙ্গাচড়া উপজেলার ইউএনও এর মাঝে প্রত্যয়ন সম্পর্কিত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয় ।

গঙ্গাচড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু গজঘন্টা ইউনিয়ন,চেয়ারম্যান লিয়াকত আলী মর্নেয়া ইউপি চেয়ারম্যান মাঃ জিল্লুর রহমান । লক্ষীটারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দল্লাহ আল হাদী ঊক্তব্য প্রদান করেন । চেয়ারম্যানেরা বলেন, অনলাইনে জাতীয়তা, উত্তরাধিকার, মৃত্যু, চারিত্রিক, মুক্তিযোদ্ধা, ভূমিহীন সনদ সহ সকল সনদ প্রদানের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রচিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদ প্রত্যয়নের মাধ্যমে ডিজিটাল সেবার কার্যক্রম উদ্বোধন করতে পেরে আনন্দিত । তিনি নাগরিকদের এ সেবা নিতে উদ্ভুদ্ধ করেন, তিনি আরও বলেন, ঘরে বসে অনলাইন সার্ভিসের মাধ্যমে নাগরিক এ সেবার সুফল ভোগ করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments