আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল চাপায় জান্নাতুল বেগম(৮)নামের এক শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের অটোরিকশা চালক এরশাদুল ইসলাম এর মেয়ে।ও মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী।

শনিবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-মোল্লাপাড়া সড়কপথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় তথ্যসুত্রে জানাযায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট মোল্লাপাড়া সড়কের পাশে কামড়াবন্দ গ্রামে নিহত শিশুটির বাড়ি,শিশুটি নিজ বাড়ি থেকে বের হয়ে,হঠাৎ করে সড়ক পাড়ি দিয়ে ওপারে যাওয়ার সময় একটি চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেল এসে শিশুটিকে চাপা দেয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটি মারা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ জাহাঙ্গীর আলম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Previous articleবেগমগঞ্জের ইউএনও শামছুন নাহারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অবশেষে বদলি
Next articleসিলেটের পথে পথে চেকপোস্ট বসিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানির অভিযোগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।