গিয়াস কামাল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় মাসুদ মিয়া (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় কাঁচপুর ব্রিজের ঢালে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া সিলেটের হবিগঞ্জ উপজেলার চুনারঘাট এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার সকালে নিহত মাসুদ মিয়া রাস্তা পার হওয়ার সময় কাঁচপুরে ব্রিজের ঢালে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী লেনে দ্রুত গতিতে এক পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে পরে ঘটনাস্থলেই এই তার মৃত্যু হয়।

নিহত মাসুদের শালক মোরসাইদ জানায়, চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছেন তিনি। আমাদের কাঁচপুর বালুর মাঠ বাসা থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হলে কাঁচপুর ব্রিজের ঢালে রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Previous articleরাজধানীতে রেড অ্যালার্ট জারি
Next articleজয়পুরহাটে পরিবেশ উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।