আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ মৌজার জামতলাস্থ রেলগেইট নামক স্থানে শান্তাহার-লালমনির হাট গামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়ে মঞ্জুয়ারা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উক্ত রেলগেইট পাড়াপারের সময় মঞ্জুয়ারা দ্রুতগামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সে ঐ গ্রামের আত্তাব আলীর স্ত্রী। বোনারপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক সেতাবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঞ্জুয়ারা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সে রেল লাইন পারাপারকালে এ দূর্ঘটনার শিকার হন। তার খ- খ- লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোনাপাড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জানান, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Previous articleবিএনপি এখন অপপ্রচারে ব্যস্ত: ওবায়দুল কাদের
Next articleরংপুর সিটি নির্বাচনে অংশ নিতে ২১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।