বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  মধুপুরে বাস চাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
Previous articleরবীন্দ্র-নজরুলে ময়না বুলবুল
Next articleকুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃদু বিষধর উজ্জ্বল প্যারাবন সাপ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।